নীলফামারীর ডোমার ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ডোমার কলেজপাড়া শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুর্যদ্বয়ের সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি ডেন্টিষ্ট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র জননেতা মনছুরুল ইসলাম দানু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সহকারী অধ্যাপক কাওছার আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক সভাপতি মমিনুল ইসলাম লিথু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।