পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বর শহীদ মিনার মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এসময় শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানাতে, উপজেলা প্রশাসন, পত্নীতলা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নজিপুর পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পত্নীতলা প্রেসক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আলিমজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন এবং পত্নীতলা থানা পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কুচকাওয়াজ প্রদর্শন শেষে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদে দোয়া, গির্জা ও মন্দিরে প্রার্থনা করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আলিমজ্জামান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন, প্রাণীসম্পদ অফিসার আশিষ কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ। পরে সন্ধ্যায় উপজেলা অডিটরিয়াম হলরুমে মুক্তিযুদ্ধ বিষয়ক এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।