Dhaka ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিক্রি বন্ধসহ মাদক কারবারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন এলাকাবাসীরা। গতকাল মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকায় এ মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে দাদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, ইউপি সদস্য দিলিপ কুমার রায়, স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশিষ্ট সমাজসেবক আফতার আলী। অন্যান্যদের মধ্যে আব্দুর রহমান, মাসুদ রানা, বেলাল উদ্দিন ডেভিড, হাসান আলী, সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান, শরিফুল ইসলাম, নাসিম,  মেনাজুল, আশরাফুল প্রমুখ।

এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, মাদক কারবারিরা এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা, হিরোয়িনসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে। এ কাজে বাঁধা প্রদান করলে তারা এলাকাবাসীদের হুমকি ধামকিসহ ভয় ভীতি দেখিয়ে আসছে। দ্রুত মাকদ্রব্য বিক্রি বন্ধসহ এইসব মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীরা তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা কামনা করেছেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সাথে কথা বললে তিনি জানান, ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক ব্যবসায়ী জলিল পরিবার কে নিয়ে। ইতিপুর্বে জলিলকে গ্রেফতার করা হয়েছে, সে বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং ছেলেকেও গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের জেল দেয়া হয়েছে। জনবল সংকটের কারনে কিছুটা সমস্যা হচ্ছে, তবে এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় ২৫-৩০ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিক্রি বন্ধসহ মাদক কারবারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন এলাকাবাসীরা। গতকাল মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকায় এ মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে দাদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, ইউপি সদস্য দিলিপ কুমার রায়, স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশিষ্ট সমাজসেবক আফতার আলী। অন্যান্যদের মধ্যে আব্দুর রহমান, মাসুদ রানা, বেলাল উদ্দিন ডেভিড, হাসান আলী, সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান, শরিফুল ইসলাম, নাসিম,  মেনাজুল, আশরাফুল প্রমুখ।

এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, মাদক কারবারিরা এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা, হিরোয়িনসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে। এ কাজে বাঁধা প্রদান করলে তারা এলাকাবাসীদের হুমকি ধামকিসহ ভয় ভীতি দেখিয়ে আসছে। দ্রুত মাকদ্রব্য বিক্রি বন্ধসহ এইসব মাদককারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীরা তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা কামনা করেছেন। এতে এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর সাথে কথা বললে তিনি জানান, ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক ব্যবসায়ী জলিল পরিবার কে নিয়ে। ইতিপুর্বে জলিলকে গ্রেফতার করা হয়েছে, সে বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং ছেলেকেও গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের জেল দেয়া হয়েছে। জনবল সংকটের কারনে কিছুটা সমস্যা হচ্ছে, তবে এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় ২৫-৩০ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক।