‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান। বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আবু মো. রেজাউল করিম, পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবির পুলিশ পরিদর্শক (ডিআইও) মো. শরিফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাগুরা শাখার ম্যানেজার মিঠুন সরদার, ইসলামী ব্যাংকের মাগুরা শাখার ম্যানেজার মো. জামিলুর রহমান, সৌদি প্রবাসী মো. ওসমান প্রমুখ। জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিস এবং মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।