সিগারেটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় সিএনজির যাত্রীবেশে ২২ হাজার পিচ ট্যাপেটাডোল ট্যাবলেট পাচারের সময় দুই জন মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় পৌরশহরের ৯ নং ওয়ার্ডের কামদিয়া রোডস্থ জনৈক রনির ‘স’ মিল (করাত কল) এর সামনের পাঁকা রাস্তা দিয়ে সিএনজির যাত্রীবেশে নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ২২ হাজার পিচ ট্যাপেটাডোল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা ট্যাপেটাডোল ট্যাবলেটের বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে কুমিল্লা থেকে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের জন্য ব্যবহৃত এই বিপুল পরিমান ট্যাপেটাডোল ট্যাবলেট নিয়ে আসা হয়। এরপর আসামিরা পরস্পরের যোগসাজশে আবু জাফরের মাধ্যমে জৈনিক ফয়সাল নামের এক ব্যক্তিরসহ ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট, কালাই থানার বিভিন্ন মাদক কারবারি নিকট অধিক লাভের আশায় দীর্ঘদিন থেকে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে। এঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
আটকৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভাঙ্গি এলাকার আব্দুল মান্নান ছেলে আবু হায়াত (৩৭) অপরজন দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের মিতালী গ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।