Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায়

স্কাউটস আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদরদপ্তর কর্তৃক দিনাজপুর আঞ্চলিক এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি) পদে মনোনীত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার শ্রী বিনয় কুমার রায়। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক কর্তৃক গত ৮ ই ডিসেম্বর পত্র নং- বাঃস্কাঃ(প্রশাঃ ৫৮৬)/১০০২ (১১০)/২০২৪ইং স্বাক্ষরিত আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব বরাবর, ২৪ নভেম্বন,বাঃস্কাঃ (প্রশা-৫৪৭)/৮৯১(২১০০)/২০২৪ সুত্রোক্ত পত্রের আলোকের এক বিজ্ঞপ্তিতে ১২টির মধ্যে ১০টি আঞ্চলিক লিডার ট্রেনারের নাম উল্লেখ পূর্বক তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি)পদের জন্য মনোনীত করেছেন শ্রী বিনয় কুমার রায় এবং আঞ্জুমান আরা বেবী। বিনয় কুমার রায় দীর্ঘদিন যাবত নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার এবং ডোমার উপজেলা স্কাউটসের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বর্তমানে তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায়

Update Time : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

স্কাউটস আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদরদপ্তর কর্তৃক দিনাজপুর আঞ্চলিক এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি) পদে মনোনীত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার শ্রী বিনয় কুমার রায়। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক কর্তৃক গত ৮ ই ডিসেম্বর পত্র নং- বাঃস্কাঃ(প্রশাঃ ৫৮৬)/১০০২ (১১০)/২০২৪ইং স্বাক্ষরিত আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব বরাবর, ২৪ নভেম্বন,বাঃস্কাঃ (প্রশা-৫৪৭)/৮৯১(২১০০)/২০২৪ সুত্রোক্ত পত্রের আলোকের এক বিজ্ঞপ্তিতে ১২টির মধ্যে ১০টি আঞ্চলিক লিডার ট্রেনারের নাম উল্লেখ পূর্বক তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি)পদের জন্য মনোনীত করেছেন শ্রী বিনয় কুমার রায় এবং আঞ্জুমান আরা বেবী। বিনয় কুমার রায় দীর্ঘদিন যাবত নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার এবং ডোমার উপজেলা স্কাউটসের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বর্তমানে তিনি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।