কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে l
১৮ ডিসেম্বর বুধবার উলিপুর বিজয় মঞ্চে আলোচনা অনুষ্ঠানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, জামায়তে ইসলামীর উপজেলা আমির মাওলানা মোঃ মশিউর রহমান l প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াত এর সূরা সদস্য আব্দুল জলিল l
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ নূর ইসলাম, খতিব থানা মোড় বাইতুল আমান জামে মসজিদ উলিপুর, বাংলাদেশ জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা টিম সদস্য মোঃ খাইরুজ্জামান, রাজারভিটা
সিনিয়র ফাজিল মাদ্রাসা চিলমারীর অধ্যক্ষ ড. মোঃ মিনহাজুল ইসলাম , দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় একশত শিক্ষার্থী l
এদের মধ্যে চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় l এরপর উলিপুরের বিজয় মঞ্চে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত একক ও দলীয় ইসলামী সংগীত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে l মঞ্চায়ন হয় বিভিন্ন ধরনের খন্ড নাটক l