রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার সকালের দিকে গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। এতে লিখিত বক্তব্য পড়েন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন এবং সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ ডিসেম্বর বুধবার বিকেলের দিকে বহিরাগতরা তানোরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই ঘটনাকে কেন্দ্র করে সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলুক মিথ্যা অপপ্রচার করে সম্মেলন করেছেন। অথচ ঘটনার সময় মিজান ঢাকায় অবস্থান করছিলেন। তার জনপ্রিয়তার কারনে এমন অপপ্রচার করা হচ্ছে। যা কখনোই কাম্য না। বর্তমানে তানোর উপজেলা বিএনপি এক কাতারে। আর সেই কাজটির নেতৃত্বে ছিলেন মিজান। এটা এক পক্ষ মানতে নারাজ। মুলত একারণেই মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন দলের নেতারা। এসময়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুর রশিদ, বিএনপি নেতা ওমর আলী, ফিরোজ কবির, রেজা, যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু সাইদ বাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, ওবায়দুর মোল্লা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, শাহিন সরকার রঞ্জু, প্রমুখ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,, গত ১৫ ডিসেম্বর রবিবার বিকেলের দিকে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের জন্য তানোর থানা মোড় হয়ে মুন্ডুমালা পৌর এলাকা পথসভা করার কথা ও বাধাইড় ইউপির হাপানিয়া দৌগাছি মাদ্রাসার উন্নতে কল্পে জালসার প্রধান অতিথি হিসেবে যোগ দেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তার সভায় যোগদানের জন্য চাপড়া, তালন্দ, কামারগাঁ এবং কলমা থেকে বেশকিছু মাইক্রো বাসে করে বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ, ডাকবাংলোর সামনের রাস্তার আসেন। এসময় মিজান গ্রুপের অনুসারীরা বাধা দিলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় তারেকসহ বেশ কয়েকজন আহত হন। এমন হামলার প্রতিবাদ জানিয়ে তারেক অনুসারী বিএনপির নেতারা গত ১৭ ডিসেম্বর রাজশাহী শহরের অলোকার মোড়ে অবস্থিত এক রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করেন।