সিরাজগঞ্জ জেলায় ২০২৪ সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারী ব্যক্তি হিসাবে পুরুস্কার পেলেন প্রবাসী মো: মকবুল হোসেন মুকুল। বুধবার শহরের অফিসার ক্লাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এ পুরস্কার প্রদান করেন।
জেলা প্রশাসক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন।
“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গিকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রবাসীদের ভূমিকা অপরিহার্য। তাই প্রবাসীদের যথাযথ মর্যাদা দিতে হবে। সরকারিভাবে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তার কথাও উল্লেখ করেন বক্তারা।
আলোচনা অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলায় ২০২৪ সালে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরনকারী ব্যক্তি হিসেবে মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মকবুল হোসেন মুকুলকে পুরস্কার প্রদান করা হয়। মকবুল হোসেন মুকুলের পক্ষে তার ভাগিনা মনির হোসেন জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।