বুধবার ১৮ই ডিসেম্বর রাজধানীর উত্তরায় অবস্থিত জাহান আইডিয়াল স্কুলের মেইন ক্যাম্পাসে মহান বিজয় দিবস উপলক্ষে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে জানা যায়, অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতা শেষ করে পবিত্র কোরআন তেলাওয়াত করা হুয়।তারপর জাতীয় সংগীত পরিবেশন করার সময়ে সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার হাতে পতাকা উড়িয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে অধ্যক্ষ সাইফুল ইসলাম তার স্বাগত বক্তব্যে অত্র জাহান আইডিয়াল স্কুলসহ সকল শাখা সমূহের ভবিষ্যৎ ও উন্নয়ন সম্পর্কে গঠনমূলক সুচারু বক্তব্য পেশ করেন। পাশাপাশি ইতোমধ্যে অর্জিত ঈর্ষণীয় সফলতা সমুহের সুনির্দিষ্ট বিষয়বস্তুও তুলে ধরেন। তিনি নিজেই সম্পুর্ণ অনুষ্ঠানের তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।
সামগ্রিক অনুষ্ঠানটি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ কাজী তাইফ সাদাত এর অনুপ্রেরণা ও পরিচালনায় আয়োজন করা হয়।যিনি মূলত: জাহান আইডিয়াল স্কুলের ১৪টি শাখা(বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন), জাহান ইন্টারন্যাশনাল স্কুলের ২৭টি শাখা এবং নেক্সাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
অধ্যক্ষ এইচ এম সাইফুল ইসলামের কাছে জানা যায়,জাহান আইডিয়াল স্কুল বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের উন্নতমানের নৈতিকতা চিন্তা-চেতনা ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিসহ এক নতুন দিগন্তের সূচনায় বদ্ধপরিকর।আরো জানা যায়, জাহান আইডিয়াল স্কুলের মোট ১৪টি শাখার মধ্যে প্রধান শাখা হচ্ছে উত্তরার ১৪নং সেক্টরস্থ জোহুরা মার্কেট সংলগ্ন অত্র স্কুলটি।অধ্যক্ষ সাইফুল ইসলাম চমৎকার দক্ষতা ও কঠোর পরিশ্রমের সাথে পরিচালনা করে ইতিমধ্যেই প্রচুর সুনাম ও সম্মানের অধিকারী হয়েছেন বলেও জানা গেছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ২য় শ্রেণির লাবিবা সিকদার তার বক্তব্যে জানায়,এই জাহান স্কুলের সকল স্যার-মেডাম খুব সহজ ভাবে স্নেহের সাথে পড়া শিখিয়ে বুঝিয়ে দেন।তাই আমার কাছে সবাইকে খুবই ভালো লাগে।৫ম শ্রেণির শিক্ষার্থী মার্জিন দেওয়ান জানায়,এখানে আমি সবসময় স্যার মেডামদের হাসিমুখে পড়াতে ও কথা বলতে দেখি।তাই আমি কোন ভয় পাইনি বলেই আজকে মেধা তালিকায় ভালো করতে পেরেছি! ৫ম শ্রেণির আরেক শিক্ষার্থী তাছলিমা আক্তার জানায়,এখানে লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা ও গান শেখানো হয় খুবই চমৎকার লাগে।সাথে সাথে বিভিন্ন সময়ে নাচ,কবিতা,কৌতুক, অভিনয় ইত্যাদি থাকাতে স্কুলের পুরো সময়টি খুবই আনন্দের লাগে যা আমি বলে বুঝাতে পারবো না! ৮ম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল আলম জানায়,আগে আমি বেশ কিছু স্কুলে লেখাপড়া করেছি।সব গুলোতেই কিছুনা কিছু সমস্যা মনে হয়েছিলো।কিন্তু, জাহান স্কুলে সমস্যাতো দুরের কথা!এতো ভালো লাগে যে ছুটি হলেও মনে হয় আরো কিছুক্ষন এখানে থাকতে পারলে ভালো হতো!
অনুষ্ঠানে শিক্ষিকা ফারজানা ইয়াসমিন নূরের সঞ্চালনার পাশাপাশি শিক্ষিকা মুনিয়া আক্তার মিষ্টির সহযোগিতায় একে একে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের সাথে সাথে চলতি বছরের পরীক্ষার নম্বর পত্রও তুলে দেওয়া হয় ।অনুষ্ঠানটি বেলা ১১টার দিকে শুরু হয়ে যোহরের ওয়াক্তে শেষ করে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে বিদায় জানানো হয় ।