নওগাঁর পোরশায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর পোরশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার সারাইগাছী শ্রমিক কল্যান ফেডারেশন কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর পোরশা উপজেলা শাখার সভাপতি ইয়াদুল হক এর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি নাসির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নওগাঁ জেলা সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাগর আলী, উপদেষ্টা আঃ রহিম, জামায়াতের উপজেলা সাধারন সম্পাদক শরিফুল ইসলাম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়ত নেতা নুর নবী ও আলাউদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর পোরশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ইয়াদুল হক সভাপতি ও আক্তারুজ্জামান সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন শেষে ২৫সদস্য বিশিষ্ঠ পোরশা উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়।