যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বটতলার একটি বাগান থেকে আবুল কাশেম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। তিনিও ওই এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর শুনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবুল কাশেমের পরিবার ও স্থানীয়রা জানায় , আবুল কাশেম সাইকেল সারাইয়ের কাজ করতেন। প্রতিদিন তিনি ওই বাগানে যেয়ে বাথরুম শেষ করে গোসল করে বাড়ি ফিরতেন। শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেনা।
বিভিন্ন জায়গায খুজেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ওই বাগানে স্থানীয় কয়েকজন পাতা কুড়াতে গিয়ে কাশেমের লাশ দেখতে পায়। পরিবার ও স্থানীয়রা আরও জানায়, কাশেম দীর্ঘদিন ধরেই অসুস্থ্য ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগেও তিনি স্টোকে আক্রান্ত হন। এমনকি তিনি কাজ করতেও পারতেন না।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধারের কাজ শেষে হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো কিছু বলা যাচ্ছেনা। পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে।