বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মজলুমের ডাক আল্লাহ শুনেছেন তাই অত্যাচারীকে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করে দেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝায় চাপিয়ে,নিজের দলের নেতাকর্মীদের মহাসাগরে ডুবে তিনি এখন দিল্লিতে বসবাস করছে। পৃথিবীর অন্য কোন দেশ তাকে এখন আর আশ্রয় দিচ্ছে না। তিনি রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী হাই স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এর বমি কখনো নিজে খায়না। আওয়ামী লীগের চোখের পানি মানে কুমিরের চোখের পানি। তারা মিষ্টি মিষ্টি, কথা বলবে আর ধীরে ধীরে আবার মানুষের কাছে আসার চেষ্টা করবে। তাই সবাইকে সাবধান থাকতে হবে।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন ভালো স্বপ্ন দেখা ভালো না আওয়ামী লীগের সময় বিচার পাইনি মানুষের গ্রহণ করেনি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই আওয়ামী লীগ যদি নিজেদের আত্মবিচার না করে তাহলে জনগণ সে বিচার মানবেনা। দেশের টাকার লুটপাট এর মাধ্যমে দেশকে ১০০ বছরেও শোধ হবেনা। গত ১৬ বছরে দেশে যে ঘা হয়েছে তা সহজে সাড়বে না তাই ঘা সারাতে সেই মোতাবেক মলম লাগাতে হবে।
কামারখান্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা সহধর্মিনী ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।