মেহেরপুরে গেল মধ্য রাত থেকে কুয়াশা বৃষ্টি শুরু হয়েছে। ঘন কুয়াশায় বিঘ্ন হচ্ছে যানবাহন ও মানুষ চলাচল। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
আজ রোব্বার ভোর থেকে ঘন কুয়াশায় গোটা এলাকা ঢাকা পড়ে। এতে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। সকাল দশটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গেল মধ্য রাত থেকে কুয়াশার সাথে ঝরছে বৃষ্টি। সড়কে চলাচলকারী মানুষ কুয়াশা বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
রাজমিস্ত্রী সর্দার আব্দুল আলীম জানান, তার দলে ১৬জন শ্রমিক আছে।প্রচন্ড কুয়াশা আর শীতের কারনে তারা কাজে আসতে চাইছে না।কৃষক রফিকুল জানান, তার ১০ বিঘা জমিতে তামাক চারা রোপন করা হয়েছে। প্রতিদিন ১০ জন করে কামলা লাগে। গত দুদিনে কোন কামলা কাজ করতে আসেনি।