Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে সাদপন্থি তাবলিগ জামায়াতের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি ঈমাম পন্থীদের

oppo_2

ঢাকায় টঙ্গির ইজতেমা ময়দানে ঈমামপন্থিদের উপর তাবলিগ জামায়াত সাদপন্থিতদের হামলা ও কয়েকজনকে হত্যার প্রতিবাদ সহ খুনের সাথে জড়িতদের  ফাঁসির দাবি জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কওমী উলেমায়ে কেরামগণ । সেই সাথে সৈয়দপুরসহ সারাদেশে সাদপন্থি তাবলিগ জামায়তের সকল কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওলেমায়ে কেরাম, তাবলিগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলে শহরের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামে আরাবিয়া, দারুল উলুম, হাজারিহাটসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসা থেকে শত শত শিক্ষার্থী ও উলেমায়ে কেরামরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিআরপি চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম কাসেমী, মুফতি এনাম, মুফতি আবুল হাসানসহ কওমী ঘরানার অন্যান্য ওলেমায়ে কেরামগন।

বক্তারা বলেন, ইতিমধ্যে সাদপন্থি তাবলিগের আসল উগ্র চেহারা সবার সামনে চলে এসেছে। তাঁরা ইজতেমার ময়দানে ঘুমন্ত ঈমাম পন্থিদের নির্মমভাবে হত্যা করে প্রমাণ করে দিয়েছে তাঁরা এখন হক এর পথে নেই। তাই ওই উগ্র সাদপন্থিদের কোন কার্যক্রম দেশে চলতে পারে না। সৈয়দপুরেও কোন মসজিদে তাঁরা অবস্থান ও কার্যক্রম চলাতে পারবে না বলে হুশিয়ারি সংকেত দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে ৪১৮ বস্তা নকল টিএসপি সার জব্দ

সৈয়দপুরে সাদপন্থি তাবলিগ জামায়াতের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি ঈমাম পন্থীদের

Update Time : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় টঙ্গির ইজতেমা ময়দানে ঈমামপন্থিদের উপর তাবলিগ জামায়াত সাদপন্থিতদের হামলা ও কয়েকজনকে হত্যার প্রতিবাদ সহ খুনের সাথে জড়িতদের  ফাঁসির দাবি জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কওমী উলেমায়ে কেরামগণ । সেই সাথে সৈয়দপুরসহ সারাদেশে সাদপন্থি তাবলিগ জামায়তের সকল কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওলেমায়ে কেরাম, তাবলিগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলে শহরের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামে আরাবিয়া, দারুল উলুম, হাজারিহাটসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসা থেকে শত শত শিক্ষার্থী ও উলেমায়ে কেরামরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিআরপি চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম কাসেমী, মুফতি এনাম, মুফতি আবুল হাসানসহ কওমী ঘরানার অন্যান্য ওলেমায়ে কেরামগন।

বক্তারা বলেন, ইতিমধ্যে সাদপন্থি তাবলিগের আসল উগ্র চেহারা সবার সামনে চলে এসেছে। তাঁরা ইজতেমার ময়দানে ঘুমন্ত ঈমাম পন্থিদের নির্মমভাবে হত্যা করে প্রমাণ করে দিয়েছে তাঁরা এখন হক এর পথে নেই। তাই ওই উগ্র সাদপন্থিদের কোন কার্যক্রম দেশে চলতে পারে না। সৈয়দপুরেও কোন মসজিদে তাঁরা অবস্থান ও কার্যক্রম চলাতে পারবে না বলে হুশিয়ারি সংকেত দেন।