ঢাকা টঙ্গী ইজতেমা মাঠে ১৮ ডিসেম্বর গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় চারজন নিহতের ঘটনায় খুনিদের বিচার এবং সাদপন্থীদের কার্য্যক্রম নিষিদ্ধের দাবিতে বিরামপুরে তাবলীগ জামায়াতের উদ্যোগে আলেম ওলামা ও তাবলীগের সাথীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকালে আলেম ওলামা ও তাবলীগের সাথীবৃন্দ বিরামপুর আলমি শুরা মারকায থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ঢাকা মোড়ে সমবেত হয়।
সেখানে বিরামপুর আলমি শুরা মারকায শুরা সদস্য মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম। এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফকরুল ইসলাম, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রউফ, মুফতি নাজিমদ্দিন, মাওলানা এমদাদুল হক ও অন্যান্য ওলামাবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হাফিজুর ইসলাম।
সমাবেশ শেষে বিরামপুর আলমি শুরা মারকায এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।