যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনিকে ডিবি পুলিশ আটক করেছে। রোববার সন্ধায় যশোর শহর থেকে তাকে আটক করা হয়। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
রোববার যশোর সদর উপজেলার ২০ জন ও অভয়নগরের ১শ’৫জন আওয়ামীলীগের নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের আইনজীবী ছিলেন সৈয়দ কবীর হোসেন জনি। এমনকি তিনি রোববার দুুপুরে আদালত প্রাঙ্গনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এর জেরে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জনির পারিবারসহ তার সহকর্মীরা।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেব্রবত হরি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। উর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।