গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাইমের লাশ প্রায় সাড়ে ৪ মাস পর কবর থেকে উত্তোলন করেছে থানা পুলিশ।
সোমবার বেলা ১২ টার দিকে দিনাজপুর জেলা আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম থেকে নিহতের লাশ উত্তোলন করে থানা পুলিশ। নিহত শিক্ষার্থী ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হিলি পৌর আ.লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়ার জামিল হোসেন চলন্ত তার দলবল নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এবং আন্দোলনে থাকা মোহতাসিম হাসান নাইম ও আসাদুজ্জামান সূর্য নামের দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরদিন ৫ আগস্ট মেয়রের বাড়িতে ওই দুই শিক্ষার্থী অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এরপর নিহত সূর্যের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ১৬ আগস্ট ২৩ জনের নাম উল্লেখসহ আরো ৯০ জনকে অজ্ঞাত আসামী করে হাকিমপুর থানায় একটি হত্যা মামল করেন।
সিংক=১, মো. সুজন মিয়া, ওসি হাকিমপুর থানা, দিনাজপুর। সিংক=২, জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জয়পুরহাট।