ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের পন্থী তাবলীগ জামায়াতের উপর সাদ পন্থীদের হামলার প্রতিবাদে ও সেখানে মানুষ হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে নওগাঁর পোরশায় গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সুতরইল মোড়ে পোরশা উপজেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারে উক্ত গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে গণপ্রতিবাদ সমাবেশ করেন জুবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীসহ সাধারন ধর্মপ্রাণ মুসল্লিরা। গণপ্রতিবাদ সমাবেশে উপজেলার দারুন নাঈম মাদ্রাসার মুহতামিম মাও: ফজলুল হক শাহ্ এর নেতৃত্বে বক্তব্য রাখেন পোরশা দারুল হিদায়াহ মাদ্রাসার (বড় মাদ্রাসা) মহাপরিচালক মাও: আব্দুল্লাহ্ শাহ, মারকাজ জামে মসজিদের পরিচালক জামিলুর রহমান শাহ্, নোচনাহার মাদ্রাসার মুহতামিম মাও: আব্দুল হক শাহ্, বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাও: হারুন অর রশিদ শাহ্, দারুন নাঈম মাদ্রাসার মুহাদ্দিস মাও: তরিকুল ইসলাম শাহ্, তিলনাচক মাদ্রাসার মুহতামিম মাও: শরিফুল ইসলাম, সোমনগর মাদ্রাসার শিক্ষা সচিব মাও: নুরুল ইসলাম জিহাদী, নিতপুর বড় মসজিদের খতিব মাও: আব্দুল বাতেন, নোনাহার মাদ্রাসার মুহতামিম মাও: আহমাদুল্লাহ, শিতলী মাদ্রাসার মুহতামিম মাও: গোলাম রাব্বানীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলেমগণ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লীদের উপর তাবলীগ নামধারী পথভ্রষ্ট উগ্রবাদী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। অসংখ্য সাধারণ মুসল্লী এবং ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব উগ্রবাদী হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহবান জানান তারা। এছাড়াও সমাবেশ থেকে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লীসহ সাধারন জনগণ অংশ গ্রহণ করেন।