Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বউয়ের মন পুলিশ পুলিশ

জহির ও সুমি বলতে গেলে বাটপার কাপল। তাঁরা নানাভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে।এই যেমন রাস্তার পার্ক করা কোনো বাইক চুরি করার জন। সেই বাইককে নিয়ে জহির ও সুমি এমনভাবে সিনক্রিয়েট শুরু করে যে পাবলিক নিজেরা উপযাজক হয়ে সেই বাইকটা জহির ও সুমিকে পিকাপে তুলে দেয়। পরে দেখা যায় বাইকটা আসলে ওদের ছিলোই না, ছিলো অন্যকারো।একদিন জহির ও সুমি উপযাজক হয়ে কারো উপকার করতে গিয়ে ধরা খেয়ে যায়।

কারণ তাঁরা না বুঝে এক চোরের উপকার করেছিলো। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে জহির ও সুমি চোর সাব্যস্ত হয়। আর এই ভিডিও পুরো ভাইরাল হয়ে যায়। নিজেদের ইমেজ বাঁচাতে তাঁরা নিজেদের গৃহবন্দী করে ফেলে। কিন্তু পার পায় না। নানা প্রয়োজনে তাঁদের বাহিরে যেতে হয় আর পুলিশের দৌড়ানি খেতে হয়। তাঁদের এই সিচুয়েশনটা নিয়ে ব্ল‍্যাকমেইল করে তাঁদেরই বিল্ডিংয়ের দারোয়ান। সবকিছু বিবেচনা করে জহিররা পুলিশের কাছে আত্মসমর্পন করার সিদ্ধান্ত নেয়।

তাঁরা পুলিশের কাছে গেলে জানতে পারে আসল চোর ধরা পরেছে। জহিররা নির্দোষ। জহিরার খুশি হয় কিন্তু তাঁদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসে যে, তাঁরা যে পথটা বেছে নিয়েছে বেঁচে থাকার জন্য, সেই পথটা আসলে সুখকর না। এভাবে বাটপারি করে বেশিদিন বেঁচে থাকা যায় না।

তাই তাঁরা পুলিশের কাছে সবকিছু স্বীকার করে শাস্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়। বড়দিন ২০২৪ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর আগামীকাল বুধবার রাত ৮টায় আরটিভিতে সম্প্রচার হবে। অভিনয়েঃ নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বউয়ের মন পুলিশ পুলিশ

Update Time : ০২:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জহির ও সুমি বলতে গেলে বাটপার কাপল। তাঁরা নানাভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে।এই যেমন রাস্তার পার্ক করা কোনো বাইক চুরি করার জন। সেই বাইককে নিয়ে জহির ও সুমি এমনভাবে সিনক্রিয়েট শুরু করে যে পাবলিক নিজেরা উপযাজক হয়ে সেই বাইকটা জহির ও সুমিকে পিকাপে তুলে দেয়। পরে দেখা যায় বাইকটা আসলে ওদের ছিলোই না, ছিলো অন্যকারো।একদিন জহির ও সুমি উপযাজক হয়ে কারো উপকার করতে গিয়ে ধরা খেয়ে যায়।

কারণ তাঁরা না বুঝে এক চোরের উপকার করেছিলো। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে জহির ও সুমি চোর সাব্যস্ত হয়। আর এই ভিডিও পুরো ভাইরাল হয়ে যায়। নিজেদের ইমেজ বাঁচাতে তাঁরা নিজেদের গৃহবন্দী করে ফেলে। কিন্তু পার পায় না। নানা প্রয়োজনে তাঁদের বাহিরে যেতে হয় আর পুলিশের দৌড়ানি খেতে হয়। তাঁদের এই সিচুয়েশনটা নিয়ে ব্ল‍্যাকমেইল করে তাঁদেরই বিল্ডিংয়ের দারোয়ান। সবকিছু বিবেচনা করে জহিররা পুলিশের কাছে আত্মসমর্পন করার সিদ্ধান্ত নেয়।

তাঁরা পুলিশের কাছে গেলে জানতে পারে আসল চোর ধরা পরেছে। জহিররা নির্দোষ। জহিরার খুশি হয় কিন্তু তাঁদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন আসে যে, তাঁরা যে পথটা বেছে নিয়েছে বেঁচে থাকার জন্য, সেই পথটা আসলে সুখকর না। এভাবে বাটপারি করে বেশিদিন বেঁচে থাকা যায় না।

তাই তাঁরা পুলিশের কাছে সবকিছু স্বীকার করে শাস্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়। বড়দিন ২০২৪ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর আগামীকাল বুধবার রাত ৮টায় আরটিভিতে সম্প্রচার হবে। অভিনয়েঃ নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ।