২৫ ডিসেম্বর বুধবার, শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল। সারা দেশের মতো ঝিনাইদহের খ্রিস্টধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করবেন। এ উপলক্ষে ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। এছাড়াও সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জায় আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কীর্তন, গানবাজনা, বুধবার সকাল ১০ টায় কেক কাটা, দুপুর ১২ টা পর্যন্ত উপাসনা, দুপুর ১ টায় খাবার বিতরণ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করবেন রেভা: মাইকেল তাপস দাস। ঝিনাইদহ জেলার মর্ডান মোড়, কালীগঞ্জের ফয়লা, কলেজপাড়া, কালিচরণপুর, ভাদড়া, হাটগোপালপুর, সোনাদহ, চাকলাপাড়া, গোপালপুর, বেড়বিন্নী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
শিরোনাম :
শুভ বড়দিন উপলক্ষ্যে ঝিনাইদহে গীর্জাগুলোতে ব্যাপক প্রস্তুতি
- কামরুজ্জামান ঝিনাইদহ প্রতিনিধি:
- Update Time : ০৫:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- ৩২ Time View
Tag :
আলোচিত