মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের শীতার্ত অসহায় দুস্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ৬২ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বেশ কয়েকদিন যাবৎ কসবা ব্লাড ব্যাংক সোসাইটির স্বেচ্ছাসেবীগনকে সাথে নিয়ে সকলের বাড়ি বাড়ি কম্বল পৌছে দেওয়া হয়। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদের নেতৃত্বে এ কম্বল বিতরন কাজে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা চিকিৎসক মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, লিখন আহমেদ ও আবু সাঈদ। সারা বছর রক্তদান করার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও কম্বল বিতরণে প্রসংসায় ভাসছে কসবা ব্লাড ব্যাংক সোসাইটি।