মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ এ শ্লোগানে রামুতে বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৪-২০২৫। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসব চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।বৃহষ্পতিবার বিকালে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্বোধন করবেন, শহীদ নুর মোস্তফার পিতা শফি উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের মহাসচিব ও রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু জানিয়েছেন,মহান মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রয়াসে এবার রামুতে বৃহৎ পরিসরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসব সফলভাবে আয়োজনে উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, উৎসবে নানান পণ্যের শতাধিক স্টল স্থান পাবে। এছাড়াও উৎসবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।