দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি দুইজনকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছেন।
মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ফুলবাড়ী ২৯ বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীস্থ রাণীনগর ক্যাম্পের টহল বিজিবি অভিযান চালিয়ে শাহজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামে দুইজনকে আটক করেন। পরে বিজিবি আটককৃতদের বিরামপুর থানায় হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টস কর্মী। তাঁরা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাঁদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে এবং বুধবার (২৫ ডিসেম্বর) তাঁদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।