বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। উৎসবটিকে কেন্দ্র করে জেলার খৃষ্টান মিশনারি ও চার্চগুলো সুসজ্জিত করা হয়েছে।
বুধবার ভোর থেকে জেলার তাড়াশ উপজেলার গুল্টায় অবস্থিত চার্চ এ্যাবে মারিয়াতে প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হয় যিশুখৃষ্টের জন্মদিন অর্থাৎ বড় দিনের আনুষ্ঠানিকতা। এরপর অনুষ্ঠিত হয় নগড় কির্তন। বেলা বারটার দিকে মেরি ক্রিসমাস ডে’র কেক কর্তন করা হয়।
কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, চার্চ এ্যাবে মারিয়া’র ফাদার কার্লো বুজি পিমে, উপজেলাটির দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো: ছালেকুর রহমানসহ খৃষ্টান ধর্মাবলম্বীরা।
এখানে দিনব্যাপি নানা অনুষ্ঠান মালা ও আনন্দ আয়োজন রয়েছে দিবসটি উপলক্ষে। নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে বেলকুচি’র চার্চেও।