ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহোৎসবে প্রার্থনা, ধর্মীয় খৃস্ট সঙ্গীত সহ নানা আয়াজনের মধ্য দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়েছে।
বুধবার(২৫ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্ট নানা আয়োজনে মধ্যে দিয়ে দিনটি পালন করেন। আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশু ও অতিথিদের বিভিন্ন উপহার দেওয়াসহ খৃস্ট সংগীতের আয়োজন করা হয়েছিল চার্চ ট্রাস্ট টিতে।
প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্টে বড়দিনের আলোচনায় বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় যিশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোকপাত করা হয়।
ঐ চার্চের পাস্টর নুরুল নওফেল বলেন – ডিসেম্বরের ২৫ তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এই তারিখে মাতা মেরির গর্ভে প্রবেশ করেন প্রভু যিশু। সেই দিনটিকে স্মরনীয় করে রাখতে উদযাপিত হয় শুভ বড়দিন। পাপ থেকে পরিত্রাণের জন্য এবং অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু খ্রিস্ট। তিনি বলেছেন, ধনী-গরিবে কোনো ভেদাভেদ থাকবে না। মানুষে মানুষে মিলন, শান্তি যেন স্থাপিত হয় যেন গোটা বিশ্বে। এমন প্রত্যাশা থাকবে এবারের বড়দিনে।