ফরিদপুরে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে চৌধুরী নায়াব ইউসুফ এর পক্ষ থেকে ৩(তিন)টি মিশনে আজ বিকেল ৫ টার দিকে কেক কাটার সাথে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদরের বদরপুর ব্যাপ্টিষ্ট চার্চ মিশন,সাধু চার্চ অব বাংলাদেশ,ক্যাথলিক চার্চ,রঘুনন্দন পুর এই তিনটি মিশনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শিমসন হালদার ক্যাটলিক চার্জ রঘুনন্দনপুর এর সভাপতিত্বে এবং ফরিদপুর মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক এর সার্বিক সহযোগিতায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম কাইয়ুম জঙ্গি আহবায়ক ফরিদপুর মহানগর বিএনপি।প্রধান অতিথির বক্তব্যে এএফএম কাইয়ুম জঙ্গি বলেন,আমার নেত্রী চৌধুরি নায়াব ইউসুফ এর পক্ষ থেকে আমার মাধ্যমে আপনাদের সবাইকে বড়ো দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভ বড়দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মিরাজ সদস্য সচিব ফরিদপুর মহানগর বিএনপি,এ্যাডভোকেট মামুনুর রশীদ মহানগর কৃষক দলের সভাপতি,নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সাধারণ সম্পাদক ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপি,জাহাঙ্গীর হোসেন সভাপতি ২ নং ওয়ার্ড কৃষকদল।সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মিশনের সকল নারীপুরুষ উপস্থিত ছিলেন।