মাগুরায় ২৫ ক্যাডার বৈষম্যনিরসন সমন্বয় পরিষদ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আব্দুল ওয়াদুদ, অধ্যাপক আবু সাঈদ মোল্লা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ ইয়াসিন আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বৈষম্যবিহীন কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয়, উপ সচিব পদে সকল কোটার অবসান চাই, এবং জনবান্ধব সিভিল সার্ভিস প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আহ্বান জানান বক্তারা।