মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে তাছলিমা নামের (৪৮) বছর বয়সী এক নারীর মরদেহ উৃদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে চাঁদবিল গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার ছাগল ফার্মপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন জানান, তাছলিমা গেল দুই দিন আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবিল গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুর থেকে তার আর সন্ধ্যান মেলেনি। মায়ের সন্ধান না পেয়ে নিহতের ছেলে রনি মেহেরপুর সদর থানাকে বিষয়টি অবহিত করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন বিলের একটি কচুরিপানার মাঝখানে কিছু একটা দেখতে পান। পরে তারা তার ছেলেসহ পরিবারের লোকজনকে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানার একটি দল। কচুরিপানা সরিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, মৃতদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়তদন্তের পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে। তবে তদন্ত অব্যহত রয়েছে। হত্যাকান্ড হয়ে থাকলে দ্রুত এর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
নিহতের ছেলে রনি জানান, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে নানার পরিবারের কিছু সদস্যের সাথে বিবাদ চলে আসছিলো। জমির বিষয় নিয়েই তার মা তছলিমা বাবার বাড়িতে এসেছিলেন। এটি একটি নৃসংশ্য হত্যাকান্ড বলে তিনি দাবি করেন। দ্রুত এর সাথে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।