জেলার গাংনী উপজেলার বামন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার শেষে যানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম রহমান বামন্দী ইউনিয়নের বামন্দী গ্রামের রিয়াজতুল্লাহ পুত্র। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন।
গার্ড অব অনার এর সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম শাহা ও জেলার বীর মুক্তিযোদ্ধারা।