দীর্ঘ প্রায় ৭ বছর পর কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব’র কার্যকরী পরিষদ গঠিত হয়েছে l
গতকাল ২৬ ডিসেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উলিপুর প্রেসক্লাবের হলরুমে সাধারণ পরিষদের এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক জুলফিকার এর প্রকাশক ও সম্পাদক মাও: মমতাজুল হাসান করিমীকে সভাপতি ও দৈনিক যুগান্তর উলিপুর উপজেলা প্রতিনিধি উত্তম কুমার সেন লক্ষণকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় l
দীর্ঘ তিন মাস ধরে উলিপুরের দুই প্রেসক্লাবকে একত্রীকরণের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্নের পর গতকাল বৃহস্পতিবার দু’টি প্রেসক্লাবের একিভূত সদস্যদের নিয়ে কার্যকরী পরিষদ গঠিত হয় l দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি জি নিউজ বিডি ২৪ এর কুড়িগ্রাম ব্যুরো চিফ ও দৈনিক চাঁদনী বাজার এর প্রতিনিধি সহিদুল আলম বাবুল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন মত’র জেলা প্রতিনিধি আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের সেলিম হাফিজ, অর্থ সম্পাদক দৈনিক সংবাদ এর চন্দন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের সময় এর শিমুল দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালবেলা’র প্রতিনিধি আতাউর রহমান সবুজ, দপ্তর সম্পাদক দৈনিক পরিবেশ এর নুরুজ্জামান সরকার, ৪ জন কার্যকরী সদস্যরা হচ্ছেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার নূরবক্ত মিয়া, দৈনিক দিনকাল’র প্রতিনিধি হাফিজুর রহমান শাহীন, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মুরাদ হোসেন মন্ডল l
“প্রেসক্লাব উলিপুর” এবং “উলিপুর প্রেসক্লাব”কে একত্রীকরণের শেষ উদ্যোগ গ্রহণকারি দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ রিপোর্টার পঞ্চায়েত হাবিবের সঞ্চালনায় সাধারণ পরিষদের সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ভোরের ডাক’র আলহাজ্ব নূরবক্ত মিয়া l