দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার এক বাড়িতে গিয়ে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে অর্থ দাবির অভিযোগে থানা পুলিশ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)বিকালে দিনাজপুর সদরের পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বকুল হোসেনের বাড়িতে গিয়ে নিজেকে একজন ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে অর্থ দাবি করেন। এসময় পরিচয়পত্র দেখাতে বললে ওমর ফারুক বিভিন্ন হুমকী প্রদর্শন করেন। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে ফারুককে আটক করে এবং ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ সেখানে গিয়ে ওমর ফারুককে জিজ্ঞেস করলে সে ভুয়া পুলিশ সদস্য হিসাবে স্বীকার করে। পুলিশ তাঁকে আটক করে থানা হেফাজতে নেন। এঘটনায় বকুল হোসেন বাদি হয়ে থানায় মামলা করেছেন।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আটক ভুয়া পুলিশ সদস্যকে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।