লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে। অন্য ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
অ্যানফিল্ডে শুরুটা অবশ্য ভালো ছিলো না লিভারপুলের। ছয় মিনিটে জর্ডান আইয়ুর গোলে লিড পেয়ে যায় লেস্টার। এরপর একের পর এক আক্রমণ করেও গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় লিভারপুলকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে কোডি গাকপোর গোলে সমতায় ফেরে তারা। ৪৯ মিনিটে অলরেডদের লিড এনে দেন কার্টিস জোনস। আর ৮২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মোহাম্মদ সালাহ।
অন্য ম্যাচে ঘরের মাঠে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। ম্যাচের ১৪ মিনিটে বানার্দো সিলভার গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।