শরীয়তপুরের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) নির্বাচিত হওয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভকাঙ্খীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এরআগে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী যুব অধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক, গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সহকারী সদস্য সচিব এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। বর্তমানে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন।