বগুড়ার জলেশ্বরীতলা কালীবাড়ী মোড়ে হোটেল লা-ভিস্তা’তে শুক্রবার রাতে গাবতলী ফ্রেন্ডস সার্কেল (জিএফসি) এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী মোস্তাকুর রহমান সুমন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, (ডুয়েট) এর বিভাগীয় প্রধান (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) দায়িত্ব পাওয়ায় জিএফসি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং জিএফসির প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী সনি।
জিএফসির সভাপতি রেজাউল করিম মহব্বত এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন জিএফসির উপদেষ্টা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে বারী নয়ন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোর্শেদ সারোয়ার নয়ন, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ড. মোস্তাকুর রহমান সুমন।
জিএফসির সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বুলবুল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, মোস্তফা কামাল স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, সহ-প্রচার সম্পাদক প্রশান্ত রায়, মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ক সম্পাদক গোলাম সরওয়ার রাব্বি প্রমূখ।
সভা শেষে সর্ব সম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন আহবায়ক কমিটিতে ড. মোস্তাকুর রহমান সুমন কে আহ্বায়ক এবং ডাঃ মোঃ শামীম হোসেন কে সদস্য সচিব এবং কমিটিতে সদস্যরা হলেন আঃ রহিম, শফিকুল ইসলাম, আজিজুর রহমান সোহেল, অ্যাডভোকেট আকতার হোসেন, সাংবাদিক আল-আমিন মন্ডল, সাইদুজ্জামান সরকার, মোজাহিদ বুলবুল, রোকসান হাফিজ সুমন ও আবু-বক্কর ছিদ্দিক।