মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের হতদরিদ্র হানিফ ও মিতা দম্পতির ঘরে বিরল এক জমজ জোড়া পূুত্র শিশুর জন্ম হয়েছে।
জোড়া লেগে শিশুটির দুটি মাথা,চারটি চোখ, দুটি নাক, তিন পা, চার হাত আবার এক পায়ে আটটি আঙ্গুল রয়েছে। শনিবার নিজ বাড়িতে শিশুটি ভূমিষ্ঠ হবার পর খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত মানুষ ভীড় করছেন।