কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোর্শেদুল ইসলাম শাজু (দৈনিক আমাদের সময়) সভাপতি ও মো. আক্তার হোসেনকে ( দৈনিক ভোরের ডাক) পুনরায় সাধারণ সম্পাদক করে শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা হয়।
সর্বসম্মতিক্রমে ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল (সম্পাদক ও প্রকাশক ক্রাইম পেট্রোল ২৪ডট কম ও সাবেক সভাপতি হোমনা উপজেলা প্রেসক্লাব), অধ্যাপক মো. শাহ আলম জাহাঙ্গীর (দৈনিক বাংলা এফএম), আবুল বাশার সরকার (দৈনিক রূপসী বাংলা) মো. হানিফ খান (দৈনিক দিনকাল), মো . আলী হোসেন বাবুল ( দৈনিক যুগান্তর) ও সৈয়দ আনোয়ার (এশিয়ান টিভি), যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পলাশ (দৈনিক নয়া দিগন্ত), মকবুল হোসেন (দৈনিক এশিয়া আণী), সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম (দৈনিক আমার বার্তা), দপ্তর সম্পাদক মো. মইনুল ইসলাম মিশুক (দৈনিক বায়ান্ন), অর্থ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম (সাপ্তাহিক খোঁজখবর), প্রচার সম্পাদক মো. আসাদুল হক রফিক (হোমনার আলো), সাহিত্য সম্পাদক মো. কাউসার (দৈনিক গণ জাগরণ), সদস্য মো. এরশাদুল আলম (সংবাদ প্রতিদিন), মো. জয়নাল আবেদীন ( দৈনিক করতোয়া), মো. শফিউল আলম দৈনিক ভোরের দর্পণ), মো. হাবিবুর রহমান (দৈনিক ডেসটিনি), মো. মানিক (দৈনিক ডেসটিনি) ও রুবেল রানা।