কক্সবাজার জেলার নবনিযুক্ত আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও চড়ই ভাতির অনুষ্ঠান গত শনিবার ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে বিপুল উৎসাহ উদ্দিপনার মাঝে খুরুশকুল সবুজ খামারে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে নবনিযুক্ত পিপি, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিগণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলার প্রথম চার জন এপিপির একজন, দ্বিতীয় পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার জেলার ও বাংলাদেশের প্রথম মহিলা পিপি শামীম আরা স্বপ্না পিপি হিসেবে নিজেদের অভিজ্ঞতার আলোকে সরকারী আইন কর্মকর্তাদের আইনী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। নবনিযুক্ত আইন কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং সাবেক পিপিরা তার উত্তর দেন। অনুষ্ঠানে নবনিযুক্ত পিপি সিরাজুল ইসলাম এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি তৌহিদ বক্তব্য রাখেন।সভাপতি সমাপনী বক্তব্যে বলেন নবীন আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা ২০১৭ সাল থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে করা হয়।
কিন্তু নবনিযুক্ত সরকারী আইন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা কোন সময় করা হয় নাই। বাংলাদেশের অন্য কোন জেলায়ও আইন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছিল কিনা আমার জানা নেই। কক্সবাজার জেলার দ্বিতীয় পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম বারের মত তার প্রিয় সবুজ খামারে কক্সবাজার জেলার নবনিযুক্ত আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও চড়ুইভাতির আয়োজন করায় তাকে এবং অংশগ্রহনকারী সবাইকে আইনজীবী সমিতির পক্ষে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।