পাইকগাছায় চুরি হওয়া মালামাল সহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিমনগর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুমন গাইন জানান, উপজেলার শ্রীরামপুর গ্রামের ভোলা গাজীর ছেলে আসলাম গাজী(২৪), নাছিরপুর গ্রামের নুরুজ্জামান মোড়লের ছেলে রনি মোড়ল(২২) মসজিদের ব্যটারী চুরি করে পালানোর সময় কাশিমনগর এলাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে চুরি হওয়া মালামাল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, শনিবার রাতে দুইজন চোর মসজিদের ব্যাটারী চুরি করে পালানোর সময় তাদেরকে মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে থানায় আরো ৫ টি চুরি মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।