‘থাকবে না কেউ পিছিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে অবস্থিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার আলোচ্য বিষয় ছিল ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা। ২৯ ডিসেম্বর (রোববার) সকাল ১১ টায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর অফিস কক্ষে আয়োজিত এই
কর্মশালায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ উপস্থিত ব্যাংকের গ্রাহকদের ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা বিষয় তুলে ধরেন। এছাড়াও প্রবাসীরা যেন তাদের কষ্টার্জিত অর্থ দেশের কল্যাণে ব্যাংকের মাধ্যমে পাঠান সে বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন। কর্মশালায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহক ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কালিশংকর কর্মকার, পরিচালক কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২ বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ভবন মালিক আব্দুল হালিম, প্রোপাইটার হালিম পেইন্ট, মোঃ শামসুল হক, মেসার্স শামসুল ট্রেডার্স ও স্বত্বাধিকারী নিউ খাদ্য ভান্ডার।