কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে পাচারের অপেক্ষায় থাকা সাত বাংলাদেশিসহ ৬৬ জন জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী এবং ৩৭ জন শিশু। এসময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।আটক মানব পাচারচক্রের সদস্যরা হলো, টেকনাফ পৌরসভার শীলবনিয়া পাড়ার আব্দুস শুক্কুরের পুত্র রাশেদ (২৫), বাহারছড়া ইউপির কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের পুত্র যথাক্রমে সালাহ উদ্দিন (৩৫) ও নুরুল কবির (২৭), একই এলাকার রশিদ আহাম্মদের পুত্র সৈয়দ আলম (২৪) এবং সন্ধীপ উপজেলার গাছুয়া এলাকার কামরুল ইসলাম ওরফে মোঃ শিপন। সে বর্তমানে সাবরাং ইউপির কোয়াইংছড়ি পাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিল।রবিবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ী চূড়ায় জনৈক আব্দুল আমিনের অস্থায়ী তাবুঘরে এ অভিযান পরিচালনা করা হয়।অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মিরত অবস্থায় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।তিনি জানান, বেআইনি মানবপাচার কাজের সঙ্গে জড়িত ৫ আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ওইসময় তাদের হেফাজত থেকে ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া উদ্ধারকৃত ভিকটিমদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।উদ্ধারকৃতরা জানান, অধিকাংশকে কাজের প্রলোভনে আবার কিছু অংশকে টেকনাফের বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি করে। অন্যথায় তাদেরকে মালয়েশিয়া পাচারের হুমকি দেয়। পাশাপাশি দাবিকৃত টাকা না পেলে অমানবিক নির্যাতন করে বলে জানান।
শিরোনাম :
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি কালে ৬৬জন উদ্ধার
- আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ১২:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- ৩২ Time View
Tag :
আলোচিত