নওগাঁ সদর থানার কাঠালতলী মোড় এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
নিহত পারভেজ সদর থানার চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজ নওগাঁ থেকে রানীনগর যাওয়ার সময় রাস্তায় হিন্দু পাড়া মোড়ে গেলে মোটরসাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে পিক আপের নিচে চাপা পড়েন তিনি। এ সময় পিকআপ চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যাওয়া পিকআপটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।