Dhaka ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে মনতাজ ডাকাত গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ  আলী (৫২) ওরফে মনতাজ ডাকাত আটক করেছেন পুলিশ । সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের উপকন্ঠে পোড়ারহাট বাজার থেকে তাকে আটক করা হয় ।

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত. মফিজ উদ্দিনের ছেলে মো. মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাত বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির  ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।  সে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে মূলতঃ  মোটরসাইকেল, গরু, ব্যাটারিচালিত অটোরিকশা রিকশাভ্যান, ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে চুরি ও ডাকাতি করে থাকে। তাঁর বিরুদ্ধে নীলফামারী, সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ওই সব মামলার তার নামে একাধিক গ্রেপ্তারী পরোয়ানাও রয়েছে।   তাকে গ্রেপ্তারে সৈয়দপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা ও থানার পুলিশ  হন্যে হয়ে খুঁজছিলেন। এতোদিন বিভিন্ন থানার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে সে।  সোর্সের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে একটি মামলার ওয়ায়েন্টমূলে সৈয়দপুর থানার উপ-পরির্শক (এসআই) মো. আকতার -উল করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সৈয়দপুর থানা পুলিশের হাতে মনতাজ ডাকাত গ্রেপ্তার হওয়ার খবর অল্প সময়ে ছড়িয়ে পড়ে। ফলে সৈয়দপুরের পার্শ্ববর্তী থানার পুলিশ তার বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন থানার পুলিশ সৈয়দপুর থানায় ছুঁটে আসেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জনগণের সেন্টিমেন্ট বোঝার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান: রফিবুল ইসলাম বকুল

সৈয়দপুরে মনতাজ ডাকাত গ্রেপ্তার

Update Time : ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

নীলফামারীর সৈয়দপুরে কুখ্যাত ডাকাত মনতাজ  আলী (৫২) ওরফে মনতাজ ডাকাত আটক করেছেন পুলিশ । সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের উপকন্ঠে পোড়ারহাট বাজার থেকে তাকে আটক করা হয় ।

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী দালালিপাড়ার মৃত. মফিজ উদ্দিনের ছেলে মো. মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাত বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির  ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।  সে আন্তঃজেলা চোর ও ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে মূলতঃ  মোটরসাইকেল, গরু, ব্যাটারিচালিত অটোরিকশা রিকশাভ্যান, ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে চুরি ও ডাকাতি করে থাকে। তাঁর বিরুদ্ধে নীলফামারী, সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ওই সব মামলার তার নামে একাধিক গ্রেপ্তারী পরোয়ানাও রয়েছে।   তাকে গ্রেপ্তারে সৈয়দপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা ও থানার পুলিশ  হন্যে হয়ে খুঁজছিলেন। এতোদিন বিভিন্ন থানার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে সে।  সোর্সের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে একটি মামলার ওয়ায়েন্টমূলে সৈয়দপুর থানার উপ-পরির্শক (এসআই) মো. আকতার -উল করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সৈয়দপুর থানা পুলিশের হাতে মনতাজ ডাকাত গ্রেপ্তার হওয়ার খবর অল্প সময়ে ছড়িয়ে পড়ে। ফলে সৈয়দপুরের পার্শ্ববর্তী থানার পুলিশ তার বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন থানার পুলিশ সৈয়দপুর থানায় ছুঁটে আসেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সদস্য মনতাজ আলী ওরফে মনতাজ ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।