টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি (বুধবার) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়। গত আওয়ামী লীগ সরকারের প্রবর্তিত শিক্ষা কারিকুলাম বাতিল করে পুনরায় ২০১২ সনের শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে। এবং প্রতিটি বই পুনরায় সম্পাদনা করা হয়েছে। এবছর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রত্যেক স্কুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বই পৌঁছে দেয়া হয়। এ উপলক্ষে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নতুন বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
শিরোনাম :
মির্জাপুরে শিক্ষার্থীদের মাঝে ২০২৫ এর নতুন বই বিতরণ কর্মসূচি উদযাপন
- লুৎফর অরেঞ্জ, ষ্টাফ রিপোর্টার মির্জাপুর (টাঙ্গাইল):
- Update Time : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- ৭৬ Time View
Tag :
আলোচিত