নীলফামারীর সৈয়দপুরে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বই বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার প্রমুখ।
নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরীন সোহেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. মাসুদ আলম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সকল শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বিদ্যালয়ের কাপ দল তাদের গ্রান্ড ইয়েল প্রদান করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাদের ফুলেল শুভেচ্ছা জানায়।
শেষে অতিথিরা বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।