চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের দায়ে আটক আকাশ মন্ডল ওরফে ইরফান হত্যাকান্ডে নিজে জড়িত বলে আদালতে স্বেচ্ছায় (১৬৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
৭ দিনের রিমান্ড শেষে ৩১ ডিসেম্বর বিকেলে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিজেষ্টট মোরশেদুল ইসলামের আদালতে হাজির করা হয় আকাশ মন্ডল ওরফে ইফরানকে৷ আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সে নিজে বলে দায় স্বীকার করেন৷ জাহাজের ৭ জনকে সে হত্যাকরে বলে জানায়৷
চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ গামী সারবাহী জাহাজ এম ভি বাখেরাতে ৭ জনকে হত্যাকরা হয়৷ মারাত্নক আহত হয় ১ জন৷
এই হত্যাকান্ডের ঘটনায় হাইমচর থানায় হত্যা মামলা হয়৷ গত ২৫ ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মন্ডল ওরফে ইফরানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব৷ সে লাইটার জাহাজের সুকানী হিসেবে কাজ করত। এর আগে গত ২৫ ডিসেম্বর আটকৃত আকাশ মন্ডলকে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে নেন।