“নিজেকে দিয়ে শুরু” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে লাভ শেয়ার বিডি’র উদ্যোগে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিকালে ডোমার সাহাপাড়া এলাকায় লাভ শেয়ার বিডির আয়োজনে, ঢাকার এসএসসি-৮৯-৯১ ব্যাচের বন্ধুদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি এবং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলার এসএসসি-৮৯-৯১ ব্যাচের বন্ধু শরিফুল ইসলাম মানিক, মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, খালিদ মাহমুদ, অবঃ সার্জেন্ট আলমগীর হোসেন, আফসানা ইয়াসমিন আশা, আব্দুল ইউয়াল লাকী, আনিছুর রহমান মানিক প্রমূখ সহ ব্যাচের অন্যান্য বন্ধু, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শাতাধীক কম্বল বিতরণ করা হয়।