“নেই পাশে কেউ য়ার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য মধ্য দিয়ে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে মেহেরপুর কলেজ মোড় থেকে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি ওয়াকাথন বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ কেও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবায় ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।
অপরদিকে, গাংনী সমাজ সেবার উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি ওয়াকাথন বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবায় ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করে সমাজ সেবা অফিসার আরশাদ আলী।