গরীব অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন গরীব চিকিৎসা সেবা নামের এক সংগঠন। ৩ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সব ধরনের রোগীর চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। সকাল ৯ টায় গরীব চিকিৎসা সেবা সংগঠনের উপদেষ্টা ডাক্তার শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে শহরের জিআরপি ভবন সংলগ্ন ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিক।
জানা যায়, সৈয়দপুরে অসহায় দুস্থ রোগীদের জন্য প্রায় ১০ বছর হচ্ছে গরীব অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন গরীব চিকিৎসা সেবা নামের একটি সংগঠন।
৩ জানুয়ারি ওই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা ৩০ বছর বয়সী মরিয়ম নামের এক রোগী জানান, দীর্ঘদিন ধরে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগী। পরিবারে উপার্জনক্ষম তার বোন । মা বাবা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই তার রোগের চিকিৎসা জন্য অকল্পনীয়ই ছিল। প্রায় ২ বছর আগে মরিয়ম খোঁজ পান ওই গরিব চিকিৎসা সেবা সংগঠনের। তখন থেকেই বিনা মুল্যে চিকিৎসা পাচ্ছেন তিনি। আর এই দুই বছরের মধ্যেই ধীরে ধীরে প্রায় সুস্থ হয়ে উঠেছেন।
মরিয়মের বোন লায়লা বলেন, ‘আমার ছোট বোন খুব অসুস্থ ছিল। রংপুরের ডাক্তার বলেছিলেন অপারেশন করাতে হবে। খরচ হতে পারে প্রায় ৪ লাখ টাকা।কিন্তু সামর্থ্য না থাকায় বোনের বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।পরে জানতে পারি,গরীব চিকিৎসা সেবা নামের সংগঠনটি বিনা মুল্যে গরীবদের সেবা দিচ্ছে। এরপর থেকেই সেখানে চিকিৎসা করাচ্ছি। ওষুধ থেকে সব কিছু তারাই দিচ্ছেন বলে আমার বোন সুস্থ।
প্রায় ১০ বছরে মরিয়মের মতো এযাবত ৯০০০ জন স্থায়ী রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং পাচ্ছেন এই সংগঠন থেকে। শুধু ডাক্তার দেখানো নয়, রোগীর যে কোনো ধরনের পরীক্ষা, ওষুধসহ সবকিছুর ব্যবস্থা করে দেয় সংগঠনটি।
দুলাল নামের একজন রোগী বলেন, একজন ‘মানুষ বললো শহরের জিআরপি ভবন সংলগ্ন গরীবদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পারলে সেখানে যান। এরপর এখানে এসে বিনা খরচে সব ধরনের চিকিৎসা পেয়েছি।
২০১৬ সালের প্রথম দিকে আত্মপ্রকাশ করে গরীব চিকিৎসা সেবা সংগঠনটির। মূলত দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই জন্ম এই সংগঠনের। স্থায়ী রোগীর পাশাপাশি প্রায় সারে ৭ হাজার অস্থায়ী রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে সংগঠনটি এবং ৩ জানুয়ারী সকাল থেকে সারাদিন আরো প্রায ৫০০ রোগীর চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান চিকিৎসকরা।
গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই আছেন এই অঞ্চলের স্বনামধন্য চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম। অসহায় এইসব রোগীদের সেবা দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চান তিনি। ডা. নজরুলের মতো আরও চারজন ডাক্তার এই সংগঠনের সদস্য।
শহরের ওষুধের দোকানের মালিকরা বলেন, ‘ওষুধগুলো পেয়ে রোগী খুবই আনন্দিত হয়। খুবই খুশি হয়। দোয়া দিয়ে যায় অনেকেই।
গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলাম বলেন, ‘যখন আমার কাছে কোনো দরিদ্র মানুষ আসে এবং ভিজিট দেয়ার মতো ও ঔষধ, কেনার মতো পয়সা থাকে না, তখন তাকে আমি চিকিৎসা দিয়ে গরীব সেবা সংগঠনের ঠিকানা এবং অফিসের ঠিকানা বলে দেই। তারা সেখানে গেলে পরিপূর্ণরূপে যাচাই করে সব ধরনের সহযোগিতা করে থাকেন।’
তিনি বলেন সদস্যদের চাঁদা, যাকাত, বিভিন্ন ধরনের অনুদানের ওপর নির্ভর করে চলে সংগঠনের কার্যক্রম। যে কোনো ধরনের সমালোচনা এড়াতে নিশ্চিত করা হয় স্বচ্ছতা। রোগীদের সেবা দেয়ার আগে তাদের আর্থিক অবস্থাও যাচাই করা হয়।
গরীব চিকিৎসা সেবার সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘আমি অনেকসময় দেখি যে রোগীরা হতদরিদ্র যারা আছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। প্রেসক্রিপশন নিয়ে দোকানে দোকানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন,তখন মনে হয়েছিল যে তাদের জন্য বিনা খরচে সেবা দেয়া দরকার। আর একারনেই ২০১৬ সালের শুরুর দিকে এই সংগঠনের সৃষ্টি।
তিনি বলেন, শুধু মাত্র নাক কান গলা বিশেষজ্ঞ ছাড়া প্রায় সব রোগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। একই সাথে রোগীদের ৩/৪ দিনের ঔষধ ও দেয়া হচ্ছে বিনামূল্যে।
এবিষয়ে ক্যাম্পে উপস্থিত সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিক বলেন, গরীব অসহায়দের বিনা মুল্যে সকল চিকিৎসা সেবা প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদানকারী ডাক্তার ও সংগঠনের সবার দীর্ঘায়ু কামনা করেন তিনি।