Dhaka ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফের নাফ নদীতে বঁড়শিতে ধরা পড়ল ৩২ কেজি ওজনের জোড়া কোরাল

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে বড় আকারের এক জোড়া কোরাল মাছ। মাছ দুটির ওজন ৩২ কেজি, বড়টির ওজন ২০ কেজি, ছোটটির ১২ কেজি। দাম হাঁকা হচ্ছে ৪৫ হাজার টাকা।

গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের নাফ নদীতে হাইর হোছেন নামে এক জেলের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। পরে বিকেলে সাবরাং বাজারের ফোর স্টার ফিসিং মালিক মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমকে মাছ দুটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন।মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম জানান, শীতকালে ইদানীং নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শাহপরীর দ্বীপের স্থানীয় জেলে হাইর হোছেনের কাছ থেকে ৩২ কেজি ওজনের কোরাল মাছ দুটি ৪০ হাজার টাকায় কিনেছি। চট্টগ্রামে নাফ নদীর দেশী বড় কোরালের বেশি চাহিদা ও দাম রয়েছে। বেশি দামে বিক্রি জন্য বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হয় বিক্রির জন্য।টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। আজও দুইটি কোরাল মাছ পেয়েছে, মাছ দুটির ওজন ৩২ কেজির মত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

টেকনাফের নাফ নদীতে বঁড়শিতে ধরা পড়ল ৩২ কেজি ওজনের জোড়া কোরাল

Update Time : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে বড় আকারের এক জোড়া কোরাল মাছ। মাছ দুটির ওজন ৩২ কেজি, বড়টির ওজন ২০ কেজি, ছোটটির ১২ কেজি। দাম হাঁকা হচ্ছে ৪৫ হাজার টাকা।

গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের নাফ নদীতে হাইর হোছেন নামে এক জেলের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। পরে বিকেলে সাবরাং বাজারের ফোর স্টার ফিসিং মালিক মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমকে মাছ দুটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন।মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম জানান, শীতকালে ইদানীং নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শাহপরীর দ্বীপের স্থানীয় জেলে হাইর হোছেনের কাছ থেকে ৩২ কেজি ওজনের কোরাল মাছ দুটি ৪০ হাজার টাকায় কিনেছি। চট্টগ্রামে নাফ নদীর দেশী বড় কোরালের বেশি চাহিদা ও দাম রয়েছে। বেশি দামে বিক্রি জন্য বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হয় বিক্রির জন্য।টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। আজও দুইটি কোরাল মাছ পেয়েছে, মাছ দুটির ওজন ৩২ কেজির মত।